বন্ডে বিনিয়োগে নতুন সীমা: ৫% এর বেশি নয়

ব্যাংক কোম্পানির বন্ড কিংবা ডিবেঞ্চারে বিনিয়োগের ক্ষেত্রে নতুন সীমা বেঁধে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে কোনো ব্যাংক কোম্পানি তার মোট মূলধনের ৫ শতাংশের বেশি বন্ড কিংবা ডিবেঞ্চারে বিনিয়োগ করতে পারবে না।

বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে। যা সব তফসীলী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বরাবর পাঠানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, কোন ব্যাংক-কোম্পানি তার আদায়কৃত মূলধন, শেয়ার প্রিমিয়াম, সংবিধিবদ্ধ সঞ্চিতি ও রিটেইন্ড আর্নিংসের মোট পরিমাণের ৫ শতাংশের অধিক কোনো একটি কোম্পানির বন্ড বা ডিবেঞ্চারে বিনিয়োগ করতে পারবে না।

সংশ্লিষ্ট বন্ড বা ডিবেঞ্চার বাংলাদেশ সিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কর্তৃক অনুমোদিত হতে হবে। বন্ড বা ডিবেঞ্চার ইস্যুকারী কোম্পানির এক্সট্রানাল ক্রেডিট রেটিং বাংলাদেশ ব্যাংক কর্তৃক স্বীকৃত এক্সট্রানাল ক্রেডিট অ্যাসেসমেন্ট ইনস্টিটিউশন (ইসিএআই) দ্বারা সম্পাদিত হতে হবে।

এক্ষেত্রে ইস্যুয়ার কোম্পানির এক্সট্রানাল ক্রেডিট রেটিং বাংলাদেশ ব্যাংক কর্তৃক জারিকৃত রিক্স বেইজ ক্যাপিটাল অ্যাডিকোয়েন্সি গাইডলাইন্সে বর্ণিত বিবি’এস রেটিং গ্রেড অনুযায়ী দীর্ঘ মেয়াদে সর্বনিম্ন ‘২’ এবং স্বল্প মেয়াদে সর্বনিম্ন ‘এস২’ হতে হবে।