বন্যা নিয়ন্ত্রণ বাঁধ,শুধু সেফটি

আজকেরবাজার ডেস্ক: দেশের বন্যানিয়ন্ত্রণ বাঁধগুলো বন্যার কবল থেকে বাঁচতে ‘পুরোপুরি সুরক্ষার’ জন্য নয় জানিয়েছেন সরকারের পানিসম্পদমন্ত্রী,জাপা নেতা ব্যরিষ্টার আনিসুল ইসলাম মাহমুদ চৌধুরী। সেগুলো কেবল কিছু ‘সেফটি মেইনটেইন’ করে বলে জানান তিনি।
রোববার,২৩ এপ্রিল দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন পানিমন্ত্রী। সুনামগঞ্জে বাঁধ ভাঙ্গা ও ফসলের ক্ষয়ক্ষতির বিষয়ে তিনি বলেন, বাঁধ নির্মাণে দুর্নীতির অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষ হওয়ার আগে দুর্নীতির বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। এখন পযর্ন্ত কাগজে-কলমে দুর্নীতির কোনো অভিযোগ প্রমাণিত হয়নি।

এ সময় মন্ত্রী বলেন, আমাদের দেশে বাঁধ ভাঙার কারণ দুইটি। একটি হচ্ছে বন্যা। অন্যটি দুর্নীতি। দুইটি ভিন্ন বিষয়। তবে দুর্নীতির বিষয়ে মন্ত্রী কোনো কথা বলনেনি। বিষয়টি তিনি এড়িয়ে যান। আনিসুল ইসলাম বলেন, প্রকৃত অর্থে যে বাঁধগুলো নির্মাণ করা হয়, সেগুলো পুরোপুরি প্রোটেকশনের জন্য নয়। এগুলো শুধুমাত্র সেফটি মেইনটেইন করে।

সিলেট বিভাগে সাম্প্রতিক সময়ের বন্যাকে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বন্যা উল্লেখ করে মন্ত্রী বলেন, এবারের মতো ব্যাপক আকারের বন্যা কখনও হয়নি। এ বন্যার পানির গতি কোনভাবেই বাঁধ ঠেকাতে পারবে না। কারণ বাঁধের উচ্চতা হচ্ছে সাড়ে ছয় ফুট। আর পানির উচ্চতা হচ্ছে ৮ দশমিক ১ ফুট। সুতরাং বাঁধ কোনোভাবেই পানি ঠেকিয়ে রাখতে পারবে না।

মন্ত্রী বলেন, গত চারদিনে হাওর এলাকায় পানি দ্রুতগতিতে বাড়ছে। আমরা চাইলেও,তা নিয়ন্ত্রণ করতে পারছি না।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে গত বছরের বাঁধ নির্মাণে অনিয়মের বিষয়ে মন্ত্রী বলেন, বাঁধা নির্মাণের কাজ বুঝিয়ে না দেওয়ার কারণে, অর্ধেক বিল পরিধোশ করা হয়নি।

তিনি জানান, সারাদেশে ৮২০টি বাঁধ সংষ্কারের জন্য চিহ্নিত হয়েছে। এরমধ্যে ৫২০টি বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে সাধারণ মানুষের দ্বারা।

মন্ত্রী বলেন, অনেক সময় কৃষকরা ধান কেটে নৌকায় নিয়ে যাওয়ার সময় বাঁধা কেটে ফেলে। বাঁধের এই ক্ষতি আমরাও করি, এবং করতে বাধ্য হই।

সম্প্রতিক বন্যায় ৩৩টির মধ্যে ২৯টি ফোল্ড আগেই প্লাবিত হয়েছিল। শনির বাঁধ প্লাবিত হওয়ার মধ্যদিয়ে বাকিগুলো প্লাবিত হয়েছে। শনির বাঁধ রক্ষার জন্য আমরা চেষ্টা করেছি, কিন্তু পারিনি।

এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, পত্রিকায় দেখেছি মেঘালয় থেকে আসা পানিতে ইউরেনিয়াম আছে। পরমানু শক্তি কমিশন পরীক্ষা-নিরীক্ষা করছে, সেখানে ইউরেনিয়াম আছে কি না। আমি পরীক্ষা-নিরীক্ষা শেষ হওয়ার আগে কিছু বলতে পারছি না।
আজকেরবাজার: এলকে/এলকে/২৩ এপ্রিল,২০১৭