বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে ঢাকাসহ আরও ৮টি জেলায়

ঢাকাসহ মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, চাঁদপুর, রাজবাড়ি, শরিয়তপুর জেলার বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে। অন্যদিকে, আগামী ২৪ ঘন্টায় ব্রাহ্মণবাড়িয়া, কুড়িগ্রাম, গাইবান্ধা, নাটোর, বগুড়া, জামালপুর এবং নঁওগা জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির স্থিতিশীল থাকতে পারে।

ব্রহ্মপুত্র নদের পানি সমতল হ্রাস পাচ্ছে, যা আগামী ২৪ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। যমুনা নদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে। তবে,আগামী ২৪ ঘন্টায় যমুনা নদীর পানি সমতল স্থিতিশীল থাকতে পারে।

আগামী ২৪ ঘন্টায় গঙ্গা-পদ্মা নদীর পানি সমতল বৃদ্ধি পেতে পারে। উত্তর-পূর্বাঞ্চলের আপার মেঘনা অববাহিকার প্রধান নদ নদী সমূহের পানি সমতল হ্রাস পাচ্ছে যা আগামী ২৪ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

এদিকে ঢাকাজেলাসহ তার আশপাশের অঞ্চলের পানি সমতল হ্রাস পাচ্ছে। যা আগামী ২৪ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। আজ বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের এক বিজ্ঞপ্তিতে বলা হয়,দেশের পর্যবেক্ষণাধীন ১০১ টি পানি সমতল স্টেশনের মধ্যে বৃদ্ধি ৪৪,হ্রাস ৫৪,অপরিবর্তিত ৩ এবং বিপদসীমার উপর রয়েছে ১৮টির। খবর-বাসস

আজকের বাজার/আখনূর রহমান