বরিস জনসনের বিরুদ্ধে আদালতে যাবেন ব্রিটিশ এমপিরা

প্রধানমন্ত্রী বরিস জনসন ইউরোপীয় ইউনিয়ন থেকে বিচ্ছেদের তারিখ পরিবর্তন না করার ব্যাপারে অটল থাকায় তার সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে যাচ্ছেন ব্রিটিশ আইনপ্রণেতারা। এ ব্যাপারে বিরোধী দল লেবার পার্টির আইনপ্রণেতাদের সঙ্গে যোগ দিয়েছেন ক্ষমতাসীন কনজারভেটিভ দলের আইনপ্রণেতারাও।

শুক্রবার ব্রিটিশ পার্লামেন্টের উচ্চকক্ষ হাউজ অব লর্ডসে ব্রেক্সিট বিলম্বে বিরোধী দলের আনা একটি প্রস্তাব পাশ হয়েছে। সোমবার বিলটিতে অনুমোদনের জন্য রানির কাছে পাঠানো হবে।

গত জুলাইয়ে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়া জনসন সাফ জানিয়েছেন, ব্রেক্সিটের জন্য পূর্ব নির্ধারিত সময়সীমা ৩১ অক্টোবরই বহাল থাকবে। ওই তারিখের মধ্যে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে কোনো চুক্তিতে পৌঁছানো সম্ভব না হলেও ব্রেক্সিটের তারিখ পরিবর্তন হবে না। বৃহস্পতিবার জনসন বলেছেন, ব্রেক্সিটের তারিখের পরিবর্তনের চেয়ে তিনি নর্দমায় মারা যাওয়া পছন্দ করবেন।

বিবিসি জানিয়েছে, আইনপ্রণেতারা ইতোমধ্যে একটি আইনি দল তৈরি করেছেন। তারা প্রয়োজন হলে আইনি বাধ্যকতা আরোপের জন্য জনসনের বিরুদ্ধে আদালতে যাবেন।

আজকের বাজার/এমএইচ