বাংলাদেশের বিপক্ষে টি২০-তে মালিঙ্গা

বাংলাদেশের বিপক্ষে টি২০ সিরিজের জন্য দল ঘোষণা করেছে স্বাগতিক শ্রীলঙ্কা। ১৬ সদস্যের এই স্কোয়াডে জায়গা করে নিয়েছেন ডানহাতি পেসার লাসিথ মালিঙ্গা। তবে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ সেরা কুশাল মেন্ডিস বাদ পড়েছেন দল থেকে।

হ্যামস্ট্রিংয়ের জন্য ওয়ানডে সিরিজ থেকে ছিটকে যাওয়া কুশাল পেরেরাও ফিরেছেন টি২০ স্কোয়াডে। শ্রীলঙ্কার প্রধান নির্বাচক জানিয়ে দিয়েছেন শতভাগ ফিট হলে তবেই একাদশে জায়গা পাবেন কুশাল পেরেরা। টি-২০ সিরিজের আগে ফিটনেস ফিরে না পেলে দল থেকে আবারো ছিটকে যেতে পারেন বাঁ-হাতি উদ্বোধনী এ ব্যাটসম্যান।

আর টানা ক্রিকেট খেলার মধ্যে থাকার কারণে মেন্ডিসকে বিশ্রামের সুযোগ করে দিতেই টি-২০ স্কোয়াডে রাখা হয়নি বলে জানান প্রধান নির্বাচক সনথ জয়সুরিয়া।

এছাড়া দলে জায়গা হয়নি দিনেশ চান্দিমালেরও। অস্ট্রেলিয়ার বিপক্ষেও তিনি টি২০ সিরিজে ছিলেন না। এদিকে নিয়মিত অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুসের ইনজুরির কারণে এই ফরম্যাটেও নেতৃত্বের দায়িত্ব পড়ছে উপল থারাঙ্গার কাঁধে।

উল্লেখ্য, ৪ ও ৬ এপ্রিল স্বাগতিক শ্রীলঙ্কা ও সফরকারী বাংলাদেশের মধ্যকার টি২০ সিরিজের ম্যাচ দু’টি অনুষ্ঠিত হবে। দুটি ম্যাচের ভেন্যুই আর প্রেমাদাসা স্টেডিয়াম।