বাংলাদেশ থেকে ব্যবসা গোটাচ্ছে শেভরন

যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ তেল-গ্যাস কোম্পানি শেভরন বাংলাদেশ থেকে ব্যবসা গুটিয়ে নিচ্ছে। চীনের হিমালয় এনার্জি কোম্পানি লিমিটেডের হাতে ব্যবসা ছেড়ে দিয়ে বাংলাদেশ ছাড়ার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।

সোমবার ২৪ এপ্রিল শেভরনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শেভরন করপোরেশন বাংলাদেশে তাদের সব সম্পদ বিক্রি করে দেওয়ার বিষয়ে হিমালয় এনার্জির সঙ্গে একটি চুক্তিতে পৌঁছেছে।

তবে কত টাকায় এই ব্যবসা হাতবদল হচ্ছে, সে বিষয়ে কোনো তথ্য দেয়নি শেভরন।

শেভরনের এই উদ্যোগের ফলে বাংলাদেশের তিনটি ব্লক (বিবিয়ানা, মৌলভীবাজার ও জালালাবাদ ত্রে) থেকে গ্যাস উত্তোলনের দায়িত্ব চলে যাচ্ছে হিমালয় এনার্জির হাতে।

আজকেরবাজার: আরআর/২৪ এপ্রিল ২০১৭