বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর মনিরুজ্জামান

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হিসেবে এস.এম. মনিরুজ্জামানকে তিন বছরের জন্য নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার অর্থমন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব মো. রিজওয়ানুল হুদা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরের শূন্য পদ পূরণের লক্ষ্যে সার্চ কমিটির সুপারিশের ভিত্তিতে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এস.এম. মুনিরুজ্জামানকে নিয়মিত চাকরি হতে স্বেচ্ছায় অবসর গ্রহণ এবং পিআরএল সমর্পন সাপেক্ষে বাংলাদেশ ব্যাংক অর্ডার ১৯৭২ এর ১০(৪) নম্বর ধারার বিধান অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের ডিপুটি গভর্নর হিসেবে ৩ বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগের প্রস্তাবে প্রধানমন্ত্রী সম্মতি জ্ঞাপন করেছেন।

অতএব এস.এম. মুনিরুজ্জামানকে বাংলাদেশ ব্যাংকের ডিপুটি গভর্নর পদে ৩ বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগের নিমিত্তে তার জীবনবৃত্তান্ত ও প্রধানমন্ত্রীর সদয় সম্মতি জ্ঞাপন সংক্রান্ত সার-সংক্ষেপের সত্যায়িত ফটোকপি পাঠানো হলো। এ বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের নির্দেশ দেওয়া হলো।

সুত্র: অর্থসূচক