বাংলাদেশ ব্যাংকের সাথে এসআইবিএল- এর অটোমেটেড চালান সিস্টেম (এসিএস) চুক্তি স্বাক্ষরিত

সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল) ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে অটোমেটেড চালান সিস্টেম (এসিএস) সংক্রান্ত একটি চুক্তি ১৭ আগস্ট ২০২১ স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আহমেদ জামালের উপস্থিতিতে চুক্তিতে স্বাক্ষর করেন সোশ্যাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মোঃ তাজুল ইসলাম এবং বাংলাদেশ ব্যাংকের জেনারেল ম্যানেজার মোঃ ফোরকান হোসেন। এই চুক্তির আওতায় সোশ্যাল ইসলামী ব্যাংকের সকল শাখায় পাসপোর্ট ফি, ভ্যাট, ট্যাক্স এবং সরকারী অন্যান্য ফি জমা দেওয়া যাবে। এসময় বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এ.কে.এম মহিউদ্দিন আজাদ, এসআইবিএল- এর ফাইনান্সিয়াল এডমিনিস্ট্রেশন ডিভিশনের প্রধান ওয়ালিদ মাহমুদ ছোবহানি, আইসিটি ডিভিশনের প্রধান মোঃ সুলতান বাদশা, মার্কেটিং এন্ড ব্র্যান্ড কমিউনিকেশন ডিভিশনের প্রধান মোঃ মনিরুজ্জামান সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।