বাজেটে যেসব পণ্যের দাম কমছে

একাদশ জাতীয় সংসদে চলমান ১৮তম অধিবেশনে আগামী ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বৃহস্পতিবার (৯ জুন) দুপুর ৩টায় অধিবেশন শুরুর পর তিনি ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার প্রস্তাবিত বাজেট উপস্থাপন করছেন। মন্ত্রিসভার বিশেষ বৈঠকে ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট জাতীয় সংসদে উপস্থাপনের জন্য অনুমোদন দেয়া হয়েছে।

স্থানীয় শিল্প সুরক্ষা উদ্যোগ থাকছে এ বাজেটে। তাতে কমতে পারে স্থানীয়ভাবে উৎপাদিত কৃষি যন্ত্রাংশ, স্থানীয়ভাবে উৎপাদিত খেলনা, মোবাইল ফোন, কম্পিউটার, দেশি ল্যাপটপ। স্থানীয়ভাবে উৎপাদিত প্রিন্টার, দেশি গাড়ি, রেফ্রিজারেটর ও এসির দাম কমতে পারে।