বিনিয়োগ শিক্ষা প্রশিক্ষণ পুঁজিবাজারকে শক্তিশালী করবে

দেশব্যাপী বিনিয়োগ শিক্ষা কার্যক্রম পুঁজিবাজারকে শক্তিশালী ও অর্থনৈতিক উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান প্রফেসর ড. এম খায়রুল হোসেন।

আজ রোববার বিএসইসি কার্যালয়ে দেশব্যাপী ফাইন্যান্সিয়াল লিটারেসি কার্যক্রমের জন্য প্রশিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। আজ রোববার বিএসইসি কার্যালয়ে দেশব্যাপী ফাইন্যান্সিয়াল লিটারেসি কার্যক্রমের জন্য প্রশিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন হয়।

তিনি বলেন, দেশব্যাপী বিনিয়োগ শিক্ষা কার্যক্রম শুরু হলে পুঁজিবাজার যেমন শক্তিশালী হবে তেমনই এ কার্যক্রমের মাধ্যমে বিনিয়োগকারীদের অর্থের সুরক্ষা ও প্রবৃদ্ধি নিশ্চিত করা সম্ভব হবে। এ কার্যক্রমের মুখ্য প্রশিক্ষক, প্রশিক্ষক ও অংশগ্রহণকারীদের নিজ দায়িত্বে কর্মসূচি পালন করার আহ্বান জানান তিনি।

প্রশিক্ষণ কর্মশালায় বিএসইসির কমিশনারবৃন্দ, নির্বাহী পরিচালক, পরিচালক, ডিএসইসি, সিএসইসি ও সিডিবিএলের উর্ধ্বতন কর্মকর্তা, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, মার্চেন্ট ব্যাংক, ফান্ড ম্যানেজারদের নির্বাহী কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

সুত্র: অর্থসূচক