বিমান বিধ্বস্ত : প্রধানমন্ত্রীকে সর্বশেষ অবস্থা জানাতে গণভবনে বিমানমন্ত্রী

নেপালের ত্রিভুবন বিমানবন্দরে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিধ্বস্ত হওয়া বিমানের সর্বশেষ পরিস্থিতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানাতে গণভবনে যাচ্ছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এ কে এম শাহজাহান কামাল।

বৃহস্পতিবার, ১৫ মার্চ দুপুরে বিমানমন্ত্রী প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাবেন বলে জানান মন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ মফিজুল ইসলাম পাটওয়ারী।

তিনি জানান, দুর্ঘটনার পর নেপালে দুই দিন অবস্থান করার বুধবার রাতে দেশে ফিরেছেন বিমানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ফিরে সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সভাকক্ষে বিমান দুর্ঘটনার বিষয়ে ব্রিফ করবেন বলে জানান সরকারের এ কর্মকর্তা।

গত সোমবার ৭১ আরোহী নিয়ে ইউএস-বাংলার এয়ারলাইন্সের একটি বিমান নেপালের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয়।

নেপালের স্থানীয় সময় বেলা ২টা ২০ মিনিটে কাঠমান্ডু বিমানবন্দরে পৌঁছে অবতরণের সময় প্লেনটিতে আগুন ধরে যায়। এরপর বিমানবন্দরের কাছেই একটি ফুটবল মাঠে প্লেনটি বিধ্বস্ত হয়। এতে ২৬ বাংলাদেশিসহ ৫১ জন নিহত হয়েছেন। আহত আটজন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এ ঘটনায় নিহতদের স্মরণে আজ জাতীয় শোক দিবস পালন করছে বাংলাদেশ।

আরএম/