বিশ্বকাপ বাছাই: স্কটল্যান্ডের বিপক্ষে ইউক্রেনের প্লে-অফ ম্যাচ ১ জুন

রাশিয়ান সামরিক আগ্রাসনের কারনে স্কটল্যান্ডের বিপক্ষে ইউক্রেনের বিশ্বকাপ বাছাইপর্বের প্লে-অফের সেমিফাইনাল ম্যাচটি স্থগিত হয়ে গিয়েছিল। ম্যাচটি আয়োজনের নতুন তারিখ ঘোষনা করেছে উয়েফা। এক বিবৃবিতে উয়েফার পক্ষ থেকে জানানো হয়েছে আগামী ১ জুন স্থগিত হয়ে যাওয়া ম্যাচটি অনুষ্ঠিত হবে। এই ম্যাচের বিজয়ী দল চারদিন পর প্লে-অফের ফাইনালে ওয়েলসের মুখোমুখি হবে।

পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী আগামী ২৪ মার্চ গ্লাসগোর হ্যাম্পডেন পার্কে ম্যাচটি অনুষ্ঠিত হবার কথা ছিল। কিন্তু রাশিয়ান আগ্রাসনের কারনে ইউক্রেনের আবেদনের প্রেক্ষিতে তা পিছিয়ে দেয়া হয়। প্লে-অফের আরেক সেমিফাইনালে অস্ট্রিয়াকে ২-১ গোলে পরাজিত করে ফাইনালে উঠেছে ওয়েলস। আগামী ৫ জুন কার্ডিফ সিটিতে প্লে-অফের ফাইনাল অনুষ্ঠিত হবে।

বাছাইপর্বের প্লে-অফে রাশিয়ারও খেলার কথা ছিল। কিন্তু উয়েফা ও ফিফা আন্তর্জাতিক কোন ম্যাচে রাশিয়ান জাতীয় দল ও ক্লাব দলকে নিষিদ্ধ করায় দেশটি বিশ্বকাপ থেকে ছিটকে গেছে।
আগামী ২১ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর কাতারে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। খবর-বাসস

আজকের বাজার/আখনূর রহমান