বিশ্বে আক্রান্ত ৮ কোটি ৬৩ লাখ ছাড়াল

epa08897227 Medical workers clad in protective gear transport a patient infected with coronavirus disease (COVID-19) from an ambulance to a negative-pressure ward at the National Medical Center in Seoul, South Korea, 21 December 2020. EPA-EFE/YONHAP -- ATTENTION EDITORS: IMAGE PIXELATED AT SOURCE -- SOUTH KOREA OUT

জন হপকিন্স বিশ্ববিদ্যালয় (জেএইচইউ) থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, বুধবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ কোটি ৬৩ লাখ ৭৯ হাজার ৬৭২ জনে।
এছাড়া, ভাইরাসে মৃতের সংখ্যা পৌঁছেছে ১৮ লাখ ৬৭ হাজার ৫৮৫ জনে। পাশাপাশি কোভিড-১৯ থেকে বিশ্বব্যাপী সুস্থ হয়েছেন ৪ কোটি ৮৪ লাখ ১৭ হাজার ৭৯৯ জন।

২০১৯ সালের ডিসেম্বরে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয় চীনের উহানে। সদ্য সমাপ্ত ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে মহামারি ঘোষণা করে। এর আগে ২০ জানুয়ারি জরুরি পরিস্থিতি ঘোষণা করে ডব্লিউএইচও।

করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এ পর্যন্ত দেশটিতে ২ কোটি ১০ লাখ ৪৪ হাজার ২০ জন করোনায় আক্রান্ত এবং ৩ লাখ ৫৭ হাজার ১৫৬ জন মৃত্যুবরণ করেছেন।

পৃথিবীর দ্বিতীয় জনবহুল দেশ ভারত রয়েছে করোনায় আক্রান্ত দেশের তালিকায় দ্বিতীয় এবং মৃত্যু নিয়ে তৃতীয় অবস্থানে। ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল আক্রান্ত দেশের তালিকায় তৃতীয় স্থানে থাকলেও সর্বাধিক মৃতের সংখ্যায় রয়েছে দ্বিতীয়তে।

দক্ষিণ এশিয়ার দেশ ভারতে মোট আক্রান্ত ১ কোটি ৩ লাখ ৫৬ হাজারের বেশি এবং মারা গেছেন ১ লাখ ৪৯ হাজার ৮৫০ জন। ব্রাজিলে মোট শনাক্ত রোগী ৭৮ লাখ ১০ হাজারের বেশি এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৯৭ হাজার ৭৩২ জনের।

রোগী শনাক্তের দিক দিয়ে তালিকার পরবর্তী কয়েকটি দেশ হলো- রাশিয়া (৩২ লাখ ৫০ হাজারের বেশি), ফ্রান্স (২৭ লাখ ৩৭ হাজারের বেশি), যুক্তরাজ্য (২৭ লাখ ৮২ হাজারের বেশি) ও তুরস্ক (২২ লাখ ৭০ হাজারের বেশি)।

মৃতের দিক দিয়ে বিশ্বে চতুর্থ স্থানে আছে মেক্সিকো (১ লাখ ২৮ হাজার ৮২২ জন)। তারপর যুক্তরাজ্যে ৭৬ হাজার ৪২৮ জন, ইতালিতে ৭৬ হাজার ৩২৯ জন ও ফ্রান্সে ৬৬ হাজার ৪১৭ জন মারা গেছেন।