বিশ্বে করোনা আক্রান্ত ২৪ লাখ, প্রাণহানি ১ লাখ ৬৫ হাজার ছাড়ালো

করোনায় যুক্তরাষ্ট্রে গেল ২৪ ঘণ্টায় আরও ৮ বাংলাদেশি মারা গেছেন। এই নিয়ে মোট ১৭৪ বাংলাদেশির মৃত্যু হল। দেশটিতে মৃতের সংখ্যা ৪০ হাজার ছাড়িয়েছে। করোনায় বিশ্বে মৃতের সংখ্যা ১ লাখ ৬৫ হাজার ছাড়িয়েছে আক্রান্ত ২৪ লাখের বেশি।

অনিশ্চিত ভবিষ্যতের পথে বিশ্ব। করোনার মৃত্যু তাণ্ডব, অর্থনীতির মন্দাভাব আর ভ্যাকসিন তৈরির তোড়জোড়- সব মিলিয়ে অনেকটাই দিশেহারা বিশ্বের সাড়ে সাতশো কোটির বেশি মানুষ।

যুক্তরাষ্ট্রে প্রাণহানি ও আক্রান্তের সংখ্যা বাড়তে থাকলেও, মেরিল্যান্ড, ইন্ডিয়ানাসহ কয়েকটি রাজ্যে ঘরে থাকতে চাইছেন না অনেকে। টানা তিনদিন বিক্ষোভ করছেন তারা।

এদিকে, ইরান সহায়তা চাইলে যুক্তরাষ্ট্র তা করবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরান চাইলে আমি সাহায্য পাঠাবো। করোনায় তাদের অবস্থা খুব খারাপ। তারা যা বলছে তার চেয়ে বেশি মানুষ মারা গেছে। প্রয়োজনের ভেন্টিলেটরও পাঠাবো তাদের জন্য।

ইউরোপে প্রাণহানি এক লাখ ছাড়িয়েছে। তবে মৃত্যুহার কমছে যুক্তরাজ্য, ইতালি, ফ্রান্স ও স্পেনে।

স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিচালক ফার্নান্দো সিমন বলেন, প্রাণহানি ও আক্রান্তের সংখ্যা কমছে। আশার আলো দেখছি আমরা। আইসিইউতেও রোগী কমছে। আমরা সঠিক পথেই এগুচ্ছি।

লাটিন আমেরিকার দেশগুলোতে প্রাণহানি ৫ হাজার ছাড়িয়েছে। আক্রান্ত ১ লাখের বেশি। আক্রান্ত আর প্রাণহানির দিক দিয়ে সবচেয়ে খারাপ অবস্থা ব্রাজিলের।

তবে সুখবর দিচ্ছে চীন। টানা দুই দিন দেশটিতে কোন প্রাণহানি নেই। আজ থেকে খুলে দেয়া হয়েছে বেইজিংয়ের ৭৩টি পর্যটন কেন্দ্র।

ভারতজুড়ে লকডাউন কিছুটা শিথিল হয়েছে। হটস্পট এলাকার বাইরে সীমিত ভাবে চালু হচ্ছে অর্থনৈতিক কাজকর্ম। বিভিন্ন প্রদেশে আটকা পড়া অন্য রাজ্যের শ্রমিকদের কাজের ব্যবস্থা করার নির্দেশ দিয়েছে কেন্দ্র সরকার।

সৌদি আরবের সর্বোচ্চ ধর্মীয় নেতারা রমজানের তারাবি নামাজ ঘরে পড়ার আহ্বান জানিয়েছেন। তবে ধর্মীয় নেতাদের চাপে মসজিদে তারাবি নামাজ পড়ার অনুমতি দিয়েছে পাকিস্তান।