বিশ্ব বাজারে জ্বালানি তেলের চাহিদা বাড়ছে

বিশ্ব বাজারে জ্বালানি তেলের চাহিদা বেড়েছে। বছরের প্রথম প্রান্তিকের হিসাবে দেখা গেছে,  উৎপাদনের সঙ্গে পাল্লা দিয়ে বিশ্বের নানা প্রান্তে তেল মজুদের পরিমাণ বাড়ছে বলে জানিয়েছে ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সির (আইইএ)।

বৃহস্পতিবার (১৫ মার্চ) প্যারিসভিত্তিক সংস্থা আইইএ জানায়, চলতি বছর প্রতিদিন জ্বালানি তেলের চাহিদা ৯৯.৩ মিলিয়ন ব্যারেল, যা ২০১৭ সালে ছিল ৯৭.৮ মিলিয়ন ব্যারেল।

কিন্তু ওইসিডিভুক্ত দেশগুলোতে তেল মজুদের পরিমাণও বাড়ছে। পরিসংখ্যানে দেখা গেছে, গত সাত মাসের মধ্যে স্রেফ জানুয়ারিতেই এসব দেশে ২.৮৭১ বিলিয়ন ব্যারেল তেল আমদানি হয়।  এটা গত পাঁচ বছরের মধ্যে গড়পড়তা ৫৩ মিলিয়ন ব্যারেল বেশি।

এমআর/