বুধবার ঢাকায় আসছেন ক্যামেরন

যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ঢাকায় আসছেন বুধবার এপ্রিল।

একদিনেরও কম সময়ের বাংলাদেশ সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সৌজন্য সাাতের কথা রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রমতে, ডেভিড ক্যামেরন তার ব্যক্তিগত সফরে ঢাকায় আসছেন। তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়েছেন। তাই এই বৈঠক ঠিক করা হযেছে। ক্যামেরন ঢাকায় যুক্তরাজ্যভিত্তিক বেসরকারি উন্নয়ন সংস্থা ডিএফআইডির একটি প্রকল্প পরিদর্শন করবেন এবং ইন্টারন্যাশনাল গ্রোথ সেন্টারের গোলটেবিল আলোচনায় অংশ নেবেন।

ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়া (ব্রেক্সিট) নিয়ে গত বছর গণভোটের ফলাফলের পর ক্যামেরন প্রধানমন্ত্রীর পদ ছাড়েন।

ইউনিভার্সিটি অব অক্সফোর্ডের সঙ্গে অংশীদারিত্বে লন্ডন স্কুল অব ইকোনমিক্সের স্থাপিত গবেষণাধর্মী এই গ্রোথ সেন্টার উন্নয়নশীল দেশগুলোতে টেকসই উন্নয়নে কাজ করে।

গত মার্চে যে কমিশন এই গ্রোথ সেন্টার চালু করে তার চেয়ারম্যান হলেন ডেভিড ক্যামেরন। এই সেন্টারের ঢাকায় অফিস আছে।

আজকের বাজার: আরআর/ ২৫ এপ্রিল ২০১৭