বুন্দেস লিগার ১০ জন করোনায় আক্রান্ত

জার্মানির পেশাদার ফুটবল লিগ বুন্দেস লিগার ১০ জন করোনায় আক্রান্ত। এমনটাই জানিয়েছে বুন্দেস লিগা কর্তৃপক্ষ।

এ মাসেই বুন্দেস লিগা শুরু পরিকল্পনা করে রেখেছে বুন্দেস লিগা কর্তৃপক্ষ। তবে তার আগে ক্লাবের খেলোয়াড় ও অন্যান্যদের করোনা পরীক্ষার সিদ্বান্ত নেয় তারা।

এজন্য বুন্দেস লিগা কর্তৃপক্ষ, প্রথম ও দ্বিতীয় বিভাগের ফুটবলার ও প্রশিক্ষকসহ ৩৬টি ক্লাবে ১ হাজার ৭শ ২৪ জনের করোনা পরীক্ষা করে। পরীক্ষা শেষে ১০ জনের করোনা পজিটিভ পেয়েছে তারা।

যে ১০ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গিয়েছে, তাদের নাম প্রকাশ করেনি বুন্দেস লিগা কর্তৃপক্ষ।
এক বিবৃতিতে বুন্দেস লিগা কর্তৃপক্ষ জানিয়েছে, ‘৩৬টি ক্লাবের ১ হাজার ৭শ ২৪ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। ১০ জনের শরীরে এই ভাইরাস পাওয়া গেছে। স্বাস্থ্য বিভাগের কাছে করোনা-আক্রান্তদের নাম পাঠিয়ে দেওয়া হয়েছে। তাদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।’
করোনাভাইরাসের কারনে গেল মার্চের মাঝামাঝি থেকে বন্ধ রয়েছে বুন্দেস লিগা।