বেনাপোল সীমান্তে ২০টি স্বর্ণের বার উদ্ধার

ভারতে পাচারকালে বেনাপোলের রঘুনাথপুর সীমান্ত থেকে ২০টি (২ কেজি) স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

বুধবার, ২১ মার্চ সকালে সাদীপুর সীমান্তের মাঠ থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।

যশোর ৪৯ বিজিবির রঘুনাথপুর ক্যাম্প কমান্ডার হাবিলদার মামুনার রশিদ জানান, গোপন সূত্রে জানা যায়, বেনাপোলের সাদীপুর সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ স্বর্ণের একটি চালান ভারতে পাচার হবে। এমন সংবাদের ভিত্তিতে রঘুনাথপুর বিজিবির একটি টহল দল সীমান্তের সাদীপুর গ্রামের মাঠের মধ্যে অভিযান চালায়।

স্বর্ণ হস্তান্তরের সময় বিজিবি ধাওয়া দিলে ২ জন স্বর্ণ পাচারকারী একটি প্যাকেট ফেলে পালিয়ে যায়। প্যাকেটটি ক্যাম্পে এনে তার মধ্য তল্লাশি করে ২০টি স্বর্ণের বার পাওয়া যায়। যার বাজার মূল্য ৭৭ লাখ ১৬ হাজার টাকা। উদ্ধারকৃত সোনা বেনাপোল বন্দর থানায় জমা দেওয়া হয়েছে বলে জানান তিনি।

আরএম/