বৈজ্ঞানিক সততা সমুন্নত রাখার অঙ্গীকার কোভিড ভ্যাকসিন উৎপাদনকারী ৯ কোম্পানীর

কোভিড -১৯ এর ভ্যাকসিন উৎপাদনকারী নয় কোম্পানীর সিইওরা মঙ্গলবার ‘বৈজ্ঞানিক প্রক্রিয়ার সততা সমুন্নত’ রাখার অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রে নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের আগে ভ্যাকসিনের অনুমোদন দিতে নিয়ন্ত্রকদের ওপর ডোনাল্ড ট্রাম্পের চাপ প্রয়োগের প্রেক্ষিতে তারা এ ধরণের এক অঙ্গীকার নামায় স্বাক্ষর করেন।

স্বাক্ষরকারী প্রতিষ্ঠানগুলো হলো অস্ট্রাজেনকা, বায়োটেক, জনসন এন্ড জনসন, বায়োএনটেক, গ্ল্যাক্সোস্মিথক্লাইন, ফাইজার, মের্ক, মর্ডানা, সানোফি ও নোভাভ্যাক্স। তারা বলছে, এফডিএ’র(ফুড এন্ড ড্রাগ এডমিনিস্ট্রেশন) মতো বিশেষায়িত নিয়ন্ত্রক কর্তৃপক্ষের চাহিদা মতো তৃতীয় ধাপের পরীক্ষার মাধ্যমে টিকা নিরাপদ ও কার্যকর প্রমাণিত হওয়ার পরই কেবল তারা জরুরি অনুমোদনের আবেদন করবে।

এদিকে ট্রাম্পের টিকা নিয়ে নিয়ন্ত্রক সংস্থাকে চাপ দেয়ার কারণে নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী জো বাইডেন অভিযোগ করে বলেন, ৩ নভেম্বর নির্বাচনের আগে ভ্যাকসিন পাওয়ার সম্ভাব্যতা নিয়ে বার বার কথা বলে ট্রাম্প জনগণের আস্থাকেই খাটো করছেন।
এছাড়া এফডিএ’র প্রধান স্টিফেন হান বলেছেন, টিকা কখন প্রস্তুত হবে কেবলমাত্র বিজ্ঞানই তার সিদ্ধান্ত নেবে।
উপরোক্ত নয় কোম্পানীর মধ্যে মর্ডানা ও ফাইজার পরীক্ষার চূড়ান্ত ধাপে রয়েছে। তবে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্সস্টিটিউট অব এলার্জিস এন্ড ইনফেকশাস ডিজিজ এর পরিচালক এন্থনি ফাউচি বলেছেন, চলতি বছরের শেষ দুই মাসের আগে ক্লিনিক্যাল ট্রায়ালের ফলাফল সম্পর্কে জানা হয়তো সম্ভব হবে না।