বৈশাখের শুভেচ্ছায় যা বললেন সাকিব-তামিম-মুশফিকরা

আজ পহেলা বৈশাখ; বাংলা নববর্ষের প্রথম দিন। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী ১৪২৯ সাল শুরু হয়েছে আজ। ‘মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নিস্নানে শুচি হোক ধরা’ এই বাক্যই যেন আজকের শ্লোগান। বিশেষ এই দিন উপলক্ষে ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় দলের ক্রিকেটাররা।

জাতীয় দলের অলরাউন্ডার সাকিব আল হাসান তার ভেরিফায়েড ফেসবুক পেইজে লিখেছেন, বৈশাখের রঙে আমাদের সকলের জীবন হয়ে উঠুক রঙিন। উৎসব ও উল্লাসে স্বাগত জানাই নতুন বাংলা বছরকে। সবাইকে নববর্ষের শুভেচ্ছা। শুভ নববর্ষ ১৪২৯।

জাতীয় দলের দুই ওপেনার তামিম ইকবাল ও লিটন দাস দুজনই লিখেছেন, সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম নিজের ফেসবুক পেইজে লেখেন, সবাইকে জানাই বাংলা নববর্ষের শুভেচ্ছা! এছাড়া তাসকিন আহমেদ লিখেছেন, বাংলা নববর্ষের শুভেচ্ছা সবাইকে।

নববর্ষ এক আনন্দোৎসব। নতুন বছর আসে নতুন আশা নিয়ে, নতুন স্বপ্ন নিয়ে, নতুন প্রত্যয় নিয়ে। সব অশুভ ও অসুন্দরকে পেছনে ফেলে বৈশাখ আসে নতুনের কেতন উড়িয়ে। পয়লা বৈশাখের উৎসবের প্রধান বৈশিষ্ট্য এর সর্বজনীনতা, এটি সব বাঙালির প্রাণের উৎসব। খবর-ডেইলি বাংলাদেশ

আজকের বাজার/আখনূর রহমান