ব্রাজিলে করোনায় প্রায় ১ লাখ ৯৪ হাজার লোকের মৃত্যু

ব্রাজিলে গত ২৪ ঘন্টায় করোনায় ১ হাজার ১৯৪ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৯৩ হাজার ৮৭৫ জন। দেশটির স্বাস্থ্য মন্ত্রনালয় বুধবার এ কথা জানায়।
মন্ত্রনালয় জানায়, টেস্টে ২৪ ঘন্টায় নতুন করে ৫৫ হাজার ৬৪৯ জনের করোনা শনাক্ত হয়েছে, এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৭৬ লাখ ১৯ হাজার ২০০ জন।
দেশটির সবচেয়ে ক্ষতিগ্রস্ত দক্ষিণপূর্বাঞ্চলীয় ঘনবসতিপূর্ণ সাও পাওলো রাজ্যে ৪৬ হাজার ৪৭৭ জনের মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছে ১৪ লাখ ৫২ হাজার ৭৮ জন।
সাও পাওলো সরকার এক বিবৃতিতে জানায়, ডিসেম্বর নাগাদ মৃত্যুর সংখ্যা ৫৭ শতাংশ এবং সংক্রমনের সংখ্যা ৬৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
কর্তৃপক্ষ নববর্ষের প্রাক্কালে সমাবেশ ও পার্টি এড়িয়ে “সংহতি” প্রদর্শনের জন্য লোকদের প্রতি আহ্বান জানিয়েছে।
এতে বলা হয়. ১ থেকে ৩ জানুয়ারি জোরালোভাবে লকডাউন কার্যকর করা হবে।