ব্রাহ্মণবাড়িয়ায় লকডাউনেও বাজারে মানুষের ভিড়

ব্রাহ্মণবাড়িয়ায় কোনো কিছুতেই মানুষের ভিড় দমানো যাচ্ছে না। বিশেষ করে কাঁচাবাজারগুলোতে মানেুষের সমাগম বেশি দেখা যাচ্ছে।

করোনা সংকট মোকাবিলায় সামাজিক দুরুত্ব বজায় রাখতে এরই মধ্যে বিভিন্ন এলাকায় ব্যাপক প্রচারণা ও লকডাউন ঘোষণা করেছে প্রশাসন। তারপরও কাজের কাজ কিছুই হচ্ছেনা।

শহরের কাঁচাবাজারগুলোতে সামাজিক দুরুত্ব মানা হচ্ছেনা। সেই সাথে বিভিন্ন হাট-বাজারগুলোতে প্রতিদিনই সরকারি নির্দেশনা অমান্য করে বিপুল সংখ্যক মানুষ জড়ো হয়ে মালামাল কেনা-বেচা করছে। তবে, বিক্রেতা এবং ক্রেতদের কারো মধ্যেই সামাজিক দুরুত্ব মানার কোন প্রবণতা নেই।

যোগাযোগ করা হলে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিতু মরিয়ম জানান, সামাজিক দুরত্ব বজায় রাখতে প্রশাসন কাজ করে যাচ্ছে।