ব্রাহ্মণবাড়িয়ায় স্বাস্থ্যসেবা বৃদ্ধির দাবিতে পালিত হলো অবস্থান কর্মসূচি

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে কেন্দ্রীয় অক্সিজেন ব্যবস্থা, আইসিইউ বেড ও পিসিআর ল্যাব স্থাপনের দাবিতে জেলা যুব মৈত্রী ও ছাত্র মৈত্রীর উদ্যোগে স্বাস্থ্যবিধি মেনে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।

মঙ্গলবার সিভিল সার্জনের কার্যালয়ের সামনে জেলা যুব মৈত্রীর আহবায়ক অ্যাড. মো. নাসির মিয়ার সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন জেলা আইনজীবি সমিতির সভাপতি অ্যাড. শফিউল আলম লিটন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবাবায়ক সাংবাদিক আবদুন নুর।

জেলা ছাত্র মৈত্রী’র সভাপতি ফাহিম মুনতাসির এর পরিচালনায় অবস্থান কর্মসূচীতে উপস্থিত ছিলেন জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক অ্যাড. অসীম কুমার বর্দ্ধন, সম্প্রীতি বাংলাদেশ জেলা সংগঠক অ্যাড. রাখেশ রায়, জেলা যুব মৈত্রী নেতা অ্যাড. মো বাছির মিয়াসহ আরও অনেকে। অবস্থান কর্মসূচিতে সংহতি প্রকাশ করে আইনজীবি সমিতির সভাপতি বিদেশগামীদের করোনা ভ্যাকসিনের কেন্দ্র ব্রাহ্মণবাড়িয়ায় স্থাপনের দাবি জানান। খবর-ইউএনবি

আজকের বাজার/আখনূর রহমান