ব্রুনাইয়ে করোনা সংক্রমণ, কঠোর বিধি নিষেধ আরোপ

ব্রুনাইয়ে গত ১৫ মাসের মধ্যে প্রথম স্থানীয়ভাবে করোনার সংক্রমণ দেখা দেয়ায় সেখানে কঠোর বিধি নিষেধ আরোপ করা হয়েছে।
ব্রুনাইয়ের স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার জানিয়েছে, কমিউনিটিতে সাতটি সংক্রমণ শনাক্তের পর সরকার দ’ুসপ্তাহের জন্য সকল উপাসনালয় এবং সব ধরনের সামাজিক আয়োজন বন্ধের নির্দেশ দিয়েছে।
এছাড়া গণজমায়েত ৩০ জনের মধ্যে সীমাবদ্ধ এবং স্কুলসমূহ অনলাইনে ক্লাশ চালু করা ও রেস্টুরেন্টের ভেতরে খাওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
ছোট্ট এই ইসলামিক দেশটি দীর্ঘদিনই করোনামুক্ত ছিল। মহামারি শুরুর পর এ পর্যন্ত দেশটিতে মাত্র তিনজন মারা গেছে।
ব্রুনাই কঠোরভাবে সীমান্ত নিয়ন্ত্রণ করে রেখেছে। এছাড়া কোয়ারেন্টিন ব্যবস্থার মধ্য দিয়েও করোনার বিস্তার রোধ করার চেষ্টা চালাচ্ছে।
এছাড়া দেশটি টিকা দেয়ার গতিও ধীরে ধীরে বাড়াচ্ছে। সাড়ে চার লাখ জনসংখ্যা অধ্যুষিত ব্রুনাইয়ের প্রায় ৩২ শতাংশ লোক টিকার অন্তত একটি ডোজ পেয়েছে।