ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি হতে জাচ্ছেন সৌরভ গাঙ্গুলি!

ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি হতে জাচ্ছেন সৌরভ গাঙ্গুলি! সবকিছু ঠিকঠাক থাকলে বিসিসিআইয়ের পরবর্তী সভাপতি হতে চলেছেন সৌরভ। সোমবার মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন। রবিবারই তা জমা দেওয়ার সিদ্ধান্ত নেন সৌরভ।

বোর্ডের সভাপতি পদে লড়াইটি মূলত ছিল সৌরভ ও শ্রীনিবাসন ঘনিষ্ঠ ব্রিজেশ প্যাটেলের সঙ্গে। কোন কোন মহলের ধারনা ছিল ব্রিজেশই শেষপর্যন্ত সভাপতি নির্বাচিত হচ্ছেন। এনিয়ে জোরদার লবি করাও শুরু হয়ে যায়। সেই জল্পনায় পানি ঢেলে দিলেন সৌরভ।

এদিকে, বিসিআইয়ের সচিব হচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছেলে জয় শাহ। কোষাধ্যক্ষ হতে চলেছেন বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি ও কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরের ভাই অরুণ ধুমল।

অনুরাগ ঠাকুর বোর্ড প্রেসিডেন্টের পদ থেকে সরে যাওয়ার পর কোন কোন মহল থেকে সভাপতি পদে সৌরভের পক্ষে জোরালো দাবি ওঠে। এবার সেই দাবি পূরণ হতে পারে বলে মনে করছে ক্রিকেট মহল। ফলে ভারতীয় ক্রিকেট প্রশাসনে এবার ‘দাদাগিরি’ যুগ শুরু হওয়া স্রেফ সময়ের অপেক্ষা বলাই যায়।

আজকের বাজার/ লুৎফর রহমান