ভারতের পুঁজিবাজারে আবারও রেকর্ড

আবারও রেকর্ড গড়েছে ভারতের পুঁজিবাজার। ২৪ জুলাই সোমবার বোম্বে স্টক এক্সচেঞ্জে সেনসেক্স সূচক আরও ২১৬ পয়েন্ট বেড়ে ৩২ হাজার ২৪৫ পয়েন্টে অবস্থান করে। এর আগের কার্যদিবসে অবশ্য ৩২ হাজার ঘর অতিক্রম করে সূচকটি। তবে এদিন নিফটি সূচক বাড়লেও ১০ হাজারের বেঞ্চমার্ক ছুঁতে পারেনি।

ভারতের সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, লেনদেনের এক পর্যায়ে সোমবার সেনসেক্স সূচক ৩২ হাজার ৩২০ পয়েন্ট পর্যন্ত উঠেছিল। তবে সর্বশেষ ৩২ হাজার ২৪৫ পয়েন্ট লেনদেন শেষ করে।

বিশেষজ্ঞরা মনে করছেন, ভারতের বাজারে বিদেশি বিনিয়োগের ক্রমবর্ধমান প্রবাহের কারণে এটি হচ্ছে। যার ফলে বিশ্ব পুঁজিবাজার দুর্বল অবস্থানে থাকলেও তা ভারতকে আঘাত করতে পারছে না।

শুক্রবার বিশ্ব পুঁজিবাজারে মিশ্র অবস্থা বিরাজ করলেও তাতে ভারতের পুঁজিবাজারে নেতিবাচক প্রভাব পড়েনি। বাজার সংশোধন হওয়ার পরিবর্তে উল্টো সূচক বেড়ে যায়।

এদিকে, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, এইচডিএফসি ব্যাংক ও ভোগ্যপণ্যের কিছু কোম্পানির প্রান্তিক প্রতিবেদন ইতিবাচক হওয়ায় বাজারে তার ইতিবাচক প্রভাব পড়ছে বলে মনে করা হচ্ছে।

ভারতের একাধিক মিডিয়ার খবর মতে, আজ সোমবার ১০০ এর বেশি কোম্পানির শেয়ারদর গত একবছরে নতুন উচ্চতায় পৌঁছায়।

আজকের বাজার: এলকে/এলকে ২৪ জুলাই ২০১৭