ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ৩ নারী

ভারতে দুই বছর কারাভোগের পর তিন বাংলাদেশি নারী সোমবার রাতে বেনাপোল স্থলবন্দর দিয়ে দেশে ফিরেছেন। তাৎক্ষণিভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি।বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম জানান, রাত ৮টার দিকে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেছে।

ওসি আরও জানান, ভালো কাজের আশায় বাংলাদেশি ৩ নারী সীমান্তের অবৈধ পথে দালালের খপ্পরে পড়ে ভারতের মুম্বাই যায়। দুই বছর সেখানে বিভিন্ন বাসা বাড়িতে কাজের একপর্যায়ে মুম্বাই পুলিশ তাদেরকে আটক করে কারাগারে পাঠিয়ে দেয়। সূত্র-ইউএনবি

আজকের বাজার/আখনূর রহমান