ভারতে খনিতে চাপা পড়ার ৩৬ দিন পর শ্রমিকের লাশের সন্ধান

ভারতের জরুরি কর্মীরা বৃহস্পতিবার জানিয়েছে, তারা তথাকথিত ‘র‌্যাট হোল’ খনিতে চাপা পড়ার এক মাসের বেশি সময় পর এক শ্রমিকের লাশ উদ্ধার করেছে।

বৃহস্পতিবার ভারতের জরুরি উদ্ধারকর্মীরা বলেন, তারা খনিতে আটকা পড়া ১৫ শ্রমিকের মধ্যে একজনের লাশের সন্ধান পেয়েছেন।

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় খনিজ সমৃদ্ধ মেঘালয় রাজ্যের প্রত্যন্ত অঞ্চলের এই অবৈধ ও বিপজ্জনক খনিটি ১৩ ডিসেম্বর বন্যায় প্লাবিত হয়।

ভারতের নৌবাহিনী জানিয়েছে, দূর নিয়ন্ত্রিত জলযানের সাহায্যে তারা পানির ১৬০ থেকে ২১০ ফুট গভীরে লাশটি সনাক্ত করেছে।

নৌবাহিনী টুইটারে বলেছে, ‘লাশটি র‌্যাট হোল খনির মুখে আনা হয়েছে এবং চিকিৎসকদের তত্ত্বাবধানে লাশটি খনি থেকে বের করা হবে।’ এর আগে পাম্পের মাধ্যমে গুহা থেকে পানি নিষ্কাশনের প্রচেষ্টা ব্যর্থ হয়। জাতীয় দুর্যোগ প্রশমন বাহিনীর ইন-চার্জ এস কে সিং বলেন, ‘আমাদের অভিযান চলছে।’

উদ্ধার তৎপরতায় মন্থর গতির জন্য ভারতীয় কর্তৃপক্ষ ব্যাপক সমালোচনার মুখে পড়েছে। এমনকি সুপ্রিম কোর্টও উদ্ধার অভিযান জোরদারের নির্দেশ দিয়েছে। তথ্য-বাসস

আজকের বাজার/এমএইচ