ভারী বর্ষণ আরও দুই-এক দিন

বঙ্গপোসাগরের পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন উপকূল এলাকার একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এছাড়া মৌসুমী বায়ুর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে সারা দেশে নামছে প্রবল বৃষ্টি।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে বৃষ্টির এই ধারাবাহিকতা আরও কয়েকদিন থাকতে পারে।

২৫ জুলাই মঙ্গলবার সকাল দশটায় আবহাওয়া অধিদপ্তরের এক সতর্কতায় বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে গড়ে ৮৯ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হতে পারে।

এই সময় রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম জানিয়েছেন, এখন শ্রাবণ মাস বলেই বৃষ্টি বেশি হচ্ছে। মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণেই এই বৃষ্টি হচ্ছে।

তবে আগামী ২৭ জুলাই থেকে বৃষ্টি কিছুটা কমতে পারে বলে জানিয়েছেন তিনি।

আজকের সতর্কতায় চট্টগ্রাম, মোংলা ও পায়রা সমুদ্রবন্দর এবং কক্সবাজারকে ৩ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। এসব এলাকায় নৌযানগুলোকে উপকূলের কাছাকাছি সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

এছাড়া ভারী বর্ষণের কারণে পার্বত্য এলাকায় পাহাড় ধস হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।

আজকের বাজার: এলকে/এলকে ২৫ জুলাই ২০১৭