ভোট গ্রহণ ও গণনার মধ্যেই যুক্তরাষ্ট্রে রেকর্ড পরিমাণ করোনা শনাক্ত

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ ও গণনার মধ্যেই রেকর্ড পরিমান করোনাভাইরাস সংক্রমণ হয়েছে।

যুক্তরাষ্ট্রে ভোট গ্রহণের দিন অর্থাৎ ৩ নভেম্বর ৯১ হাজারের বেশি মানুষের শরীরে মহামারি এই ভাইরাস শনাক্ত হয়েছে। যা মহামারি শুরু হওয়ার পর থেকে দ্বিতীয় সর্বোচ্চ।

আর ওয়াশিংটন পোস্টের তথ্য অনুযায়ী, বুধবার নতুন করে আরও এক লাখেরও বেশি মানুষের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে প্রায় ৯৫ লাখ কোভিড রোগী শনাক্ত হয়েছেন এবং ২ লাখ ৩৩ হাজারের বেশি মানুষ মারা গেছেন বলে বিবিসির খবরে বলা হয়েছে।

এদিকে বিবিসি জানিয়েছে, ৪৩টি অঙ্গরাজ্যের ফলাফলের মধ্যে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন জিতেছেন ২৪৩টি ইলেকটোরাল ভোট, অন্যদিকে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প জিতেছেন ২১৪টি। মোট ইলেকটোরাল ভোটের সংখ্যা ৫৩৮, জিততে হলে প্রয়োজন ২৭০টি ভোট।