ভোলায় গণধর্ষণের দায়ে তিনজনের যাবজ্জীবন

সদর উপজেলায় এক মুক্তিযোদ্ধার মেয়েকে গণধর্ষণের ঘটনায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। সেই সাথে প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা ও অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

আট বছর মামলা চলার পর বুধবার ভোলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আতোয়ার রহমান তিন আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।খবর ইউএনবি।

ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) গোলাম মোর্শেদ কিরণ তালুকদার এ তথ্য জানিয়েছেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- সদর উপজেলার চর আনন্দ গ্রামের ভুট্টো সর্দার (৩২), আবুল বশার সর্দার (২৩) ও রফিক মাল (৩৫)।

মামলার বিবরণে জানা যায়, ২০১১ সালের ১ জুলাই ওই এলাকার এক মুক্তিযোদ্ধার মেয়ে অটোরিকশায় করে নানার বাড়ি যাওয়ার পথে তিন আসামি তাকে তুলে নিয়ে যায় এবং ধর্ষণ করে।

এ ঘটনায় ধর্ষিতা বাদী হয়ে পাঁচজনকে আসামি করে আদালতে মামলা করেন। পরে সদর থানাকে মামলাটি রেকর্ড করতে আদালত নির্দেশ দেয়।

আজকের বাজার/লুৎফর রহমান