ভোলায় বিনামূল্যে সোলার প্যানেল বিতরণ

ভোলা জেলার ৭ উপজেলায় প্রায় ১৮ কোটি টাকা ব্যয়ে সাড়ে ৫ হাজারের বেশি সোলার প্যানেল বিতরণ করা হয়েছে।

গত অর্থবছর (২০১৮-১৯) সস্পূণ বিনামূল্যে টিআর ও কাবিখা প্রকল্পের আওতায় ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের মাধ্যমে মোট ৫ হাজার ৬২০ টি সোলার প্রদাণ করা হয়েছে। সমাজের অসহায় ও দরিদ্র পরিবার ছাড়াও স্কুল, কলেজ, রাস্তা-ঘাট, মসজিদসহ বিভিন্ন প্রতিষ্ঠানের মাঝে এসব সোলার বিতরণ করা হয়।

প্রত্যেকটি সোলারের মূল্য সর্বোচ্চ প্রায় ২ লাখ টাকা থেকে সর্বনিম্ন ১১ হাজার ৯০০ টাকার মধ্যে। এতে করে একদিকে যেমন বিদ্যুৎ সাশ্রয় হচ্ছে অন্যদিকে সৌর বিদু্যূতের ফলে বিদ্যুৎ চাহিদা মিটছে। আলোকিত হয়েছে পিছিয়ে পড়া গ্রামীণ এলাকার প্রত্যন্ত জনপদ।

আজকের বাজার/লুৎফর রহমান