ভোলায় ১৮ কোটি টাকা ব্যয়ে ৬টি মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ

জেলায় প্রায় ১৮ কোটি টাকা ব্যয়ে ৬টি মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মান করা হয়েছে। এর মধ্যে ৪টির নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে ও ২টির কাজ চলমান রয়েছে। মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের অর্থায়নে জেলা এলজিইডি এসব কাজ বাস্তবায়ন করছে। মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ প্রকল্প’র মাধ্যম ৪তলা বিশিষ্ট এসব ভবনে মুক্তিযোদ্ধাদের জন্য আলাদা আলাদা অফিস কক্ষ, হলরুম ও বাণিজ্যিক ফ্লোর রয়েছে।

জেলা এলজিইডি সূত্র জানায়, ইতোমধ্যে তজুমোদ্দিন উপজেলায় ২০১৪ সালে ২ কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে ১টি কমপ্লেক্স নির্মাণ সম্পন্ন হয়েছে। দৌলতখানে ২ কোটি ৮০ লাখ টাকায় ভবন হয়েছে ২০১৫ সালে। একইবছর ৩ কোটি ২১ লাখ টাকা ব্যয়ে বোরহানউদ্দিনে ১টির নির্মাণ সমাপ্ত হয়েছে। ২০১৮ সালে লালমোহনে আরো ১টি কমপ্লেক্স’র নির্মাণ সম্পন্ন হয়েছে ২ কোটি ৫৪ লাখ টাকা ব্যয়ে।

এছাড়া সদর উপজেলায় ৩ কোটি ২৭ লাখ টাকা ব্যয়ে ১টি মুক্তিযোদ্ধা কমপ্লেক্স’র নির্মাণ কাজ চলছে। একইসাথে মনপুরায় ৩ কোটি ২৭ লাখ টাকা ব্যয়ে আরো একটি ভবনের কাজ চলছে। এসব কাজের ৩৫ ভাগ সম্পন্ন হয়েছে। ২০২০ সালের মধ্যে এ দুটি কমপ্লেক্স’র নির্মাণ কাজ শেষ করা হবে।

এদিকে বিগত দিনে জেলায় মুক্তিযোদ্ধাদের জন্য স্থায়ী কোন কমপ্লেক্স বা কার্যালয় ছিলোনা। ফলে জাতির শ্রেষ্ঠ সন্তানদের দাপ্তরিক কার্যক্রম পরিচালনায় বিভিন্ন সমস্যা পোহাতে হতো। বর্তমান মহাজোট সরকার মুক্তিযোদ্ধাদের জন্য অত্যাধুনিক কমপ্লেক্স নির্মাণ করায় আনন্দ প্রকাশ করেছেন জেলার মুক্তিযোদ্ধারা।

এ ব্যাপারে বীর মুক্তিযোদ্ধা ও ভোলা প্রেসক্লাব সভাপতি এম হাবিবুর রহমান মনে করেন, এসব কমপ্লেক্স মুক্তিযোদ্ধাদের সংগঠিত হওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছে। পূর্বের সরকারগুলোর সময় জেলায় মুক্তিযোদ্ধারা অবহেলিত ছিলো। বর্তমান সরকার তাদের বিভিন্ন সুযোাগ সুবিধা দিচ্ছে। বিশেষ করে অত্যাধুনিক এসব ভবনে বাণিজ্যিক ফ্লোর থাকায় তাদের আয়ের পথ সৃষ্টি হয়েছে। যা মুক্তিযোদ্ধাদের জন্য কল্যাণ বয়ে আনছে। তাই আমরা সরকারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।

আজকর বাজার/লুৎফর রহমান