ভ্যালেন্টাইন ডে কাটুক রান্নাঘরে!

এই ভ্যালেন্টাইন ডে–টা বরং কাটান নিজেদের মতো করে। নিজেদের এক চিলতে কোণেই সারুন ডেট। প্রতিবারই তো কোনও না কোনও রেস্তোরাঁ, ক্লাব হয়। বা কাছেধারে কোথাও ঘুরে আসা। এবার না হয় নিজেদের আস্তানাতেই প্রেম করুন। ফাঁকে ফাঁকে টুকটাক রান্নাবান্না।

অবাক হচ্ছেন?‌ জানেন কি, একসঙ্গে রান্না করলে প্রেম বাড়ে!‌ বাড়ে সংসারের অভিজ্ঞতাও খুব জটিল কিছু রান্না করতে যাবেন না। তাহলে প্রেম করার সময় পাবেন না। আর বেশি কাজের চাপ পড়লে মেজাজটাও বিগড়ে যেতে পারে। সহজ–সোজা রেসিপি বাছুন। এই যেমন স্যান্ডউইচ বা বার্গার। সঙ্গে ওমলেট। খিদেও মিটবে। আর রান্নার সময় চুটিয়ে রোম্যান্সও করতে পারবেন।

-এই ঘরোয়া ডেটেও থাক সারপ্রাইজ। তার জন্য বরং বানিয়ে ফেলুন একটা কেক। দরজায় টোকা দেওয়ার আগেই সাজিয়ে ফেলুন টেবিলে। দু’জনে মিলে কেক কাটুন। প্রেম বাড়বে। তার পর লেগে পড়ুন বাকি রান্নায়।

-রান্নাবান্না একেবারেই জানেন না?‌ তাহলে বরং এই ক’‌দিন একটু জালিয়ে নিন। নয়তো আসল দিনে সব নষ্ট হয়ে যাবে। নয়তো বাজার চলতি রেডি–মেড খাবার কিনতে পারেন। বাড়িতে গরম করলেই কাজ শেষ।

-রান্নাঘর পরিষ্কার রাখাটা খুব জরুরি। নয়তো ঢুকেই মুড বিগড়ে যাবে। রান্নাঘরে জ্বলুক একটা ছোট্ট মোমবাতি। কোণে থাক গাছের টব। মন ভালো হয়ে যাবে।

-স্টার্টার আর ডেজার্টের কথা ভুলবেন না যেন। রান্নার ঝক্কি বাঁচাতে চাইলে ওই দুটো বরং কিনে আনুন।

সুত্র: দ্য রিপোর্ট