“মরিয়ম টাওয়ার গুলশান লেকের বিষফোড়া”

আজকেরবাজার ডেস্ক: গুলশান লেকের ডান পাড়ে বাড্ডা-বারিধারা সংযোগ সড়কের ওপর অবস্থিত বহুতল ভবন মরিয়ম টাওয়ারটিকে লেকের বিষফোড়া বলে আখ্যায়িত করলেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। উচ্চ আদালতের নির্দেশ পেলে, এ টাওয়ার ভাঙ্গা হবে বলে জানান তিনি।

রোববার,২৩ এপ্রিল ঢাকা উত্তর সিটি করপোরেশনের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযানে উপস্থিত হয়ে মন্ত্রী এসব কথা বলেন।

খন্দকার মোশাররফ বলেন,ভবন দুইটি গুলশান-বারিধারা লেকের ‘বিষফোঁড়া’। স্থানীয় কেউ মামলা করলে এবং আদালতের রায় পেলে, রাজউক ওই ভবনের অবৈধ অংশ ভেঙে ফেলবে।

উল্লেখ, ১৯৯৪ সালে রাজউকের অনুমোদন নিয়ে মরিয়ম টাওয়ার ১ ও ২ নামে দুটি ২০তলা ভবন নির্মাণ করা হয়। তবে ব্যক্তি মালিকানাধীন জমির পাশাপাশি লেকের জমি দখল করে ওই ভবন দুটি নির্মাণ করা হয়েছে অভিযোগে অবৈধ অংশ ভাঙ্গার দাবি উঠে দীর্ঘদিন থেকে।

মরিয়ম টাওয়ার-১ ও ২-এর মধ্যবর্তী জায়গার মালিকানা নিয়ে মামলার কারণে বাড্ডা-বারিধারা সংযোগ সড়কের একাংশের কাজ ১৫ বছর ধরে বন্ধ ছিল।

সম্প্রতি মালিকদের সঙ্গে সমঝোতার ভিত্তিতে সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক ওই জায়গা থেকে সব ধরনের অবৈধ স্থাপনা উচ্ছেদের ঘোষণা দেন। সে অনুসারে রোববার সকালে উচ্ছেদ অভিযানে দুই টাওয়ারের মাঝের কয়েকটি আধা-পাকা স্থাপনা ভেঙে দেওয়া হয়।

উচ্ছেদ অভিযানে মেয়র আনিসুল হকসহ স্থানীয় সাংসদ এ কে এম রহমত উল্লাহ ও ডিএনসিসির ও র্জাউকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আজকেরবাজার: এলকে/এলকে/২৩ এপ্রিল.২০১৭