মরুর দেশে টেন্ডুলকার-অর্জুন যুগলবন্দি

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সংযুক্ত আরব আমিরাতের অংশে ছেলে অর্জুন টেন্ডুলকারকে পরামর্শ দিতে দেখা যাবে বাবা শচীন টেন্ডুলকারকে। এই প্রথমবার ছেলে অর্জুনের সাথে কাজ করবেন লিটল মাস্টার। আসন্ন আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের পরামর্শদাতা টেন্ডুলকার। এই দলের খেলোয়াড় টেন্ডুলকারের ছেলে অর্জুন। নিলামে ২০ লক্ষ টাকায় অর্জুনকে দলে নিয়েছিলো মুম্বাই। এখন পর্যন্ত দলের হয়ে কোন ম্যাচ খেলা হয়নি অর্জুনের। তবে মুম্বাইয়ের পেসার হিসেবে দলের সাথেই আছেন অর্জুন।

মুম্বাইয়ের ক্রিকেটারদের পরামর্শ দিতে ইতোমধ্যে সংযুক্ত আরব আমিরাতে পৌঁছেছেন টেন্ডুলকার। দুবাইয়ে ছয় দিনের রুম কোয়ারেন্টাইনে থাকবেন তিনি। কোয়ারেন্টাইন শেষে দলের সাথে যোগ দিবেন টেন্ডুলকার। ২০১৩ সালে খেলা ছাড়ার পর মুম্বাইয়ের দূত হিসেবে দেখা গিয়েছিলো টেন্ডুলকারকে। অবসরের বছরেই প্রথমবার আইপিএল এবং চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেছিলো মুম্বাই। টি-টুয়েন্টি ক্রিকেটে মুম্বাইয়ের হয়ে ২৩৩৪ রান করেছিলেন টেন্ডুলকার। তথ‌্য-বাসস

আজকের বাজার/আখনূর রহমান