মস্কো ও কিয়েভ সফরের আগে আঙ্কারা সফর করবেন গুতেরেস

জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস সোমবার তুরস্ক সফর করবেন। তুরস্ক হচ্ছে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধাবসানের প্রচেষ্টা চালানো একটি গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী দেশ। পরে তিনি মস্কো ও কিয়েভ সফরে যাবেন। জাতিসংঘের এক বিবৃতিতে একথা বলা হয়। খবর এএফপি’র।

শনিবার রাতে দেয়া এক বিবৃতিতে জাতিসংঘ জানায়, ‘মহাসচিব গুতেরেস তুরস্কের আঙ্কারা সফর করবেন। সেখানে ২৫ এপ্রিল প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোগান তাকে স্বাগত জানাবেন।’

পরে রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সাথে সাক্ষাত করতে গুতেরেস মঙ্গলবার মস্কো যাবেন। এরপর তিন রাশিয়ার আগ্রাসন অবসানে মধ্যস্থতা প্রচেষ্টা চালাতে সেখান থেকে বৃহস্পতিবার কিয়েভ সফরে যাবেন। গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে চালানো এ আগ্রাসনে হাজার হাজার মানুষ নিহত হয়েছে এবং এক কোটিরও বেশি লোক তাদের ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে চলে গেছেন।

রাশিয়ার এ যুদ্ধ তিন মাসে প্রবেশ করার পর তিনি এ সফরে আসছেন। এদিকে দেশটির পূর্বাঞ্চলে ভয়াবহ যুদ্ধ অব্যাহত রয়েছে এবং অবরুদ্ধ বন্দর নগরী মারিউপোলে অনেক বেসামরিক নাগরিক ও ইউক্রেনের সৈন্য আটকা পড়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলানস্কি কিয়েভের আগে মস্কো সফরে যাওয়ার গুতেরেসের সিদ্ধান্তের সমালোচনা করে বলেন, ‘এমন সিদ্ধান্তের কোন ন্যায্যতা ও যৌক্তিকতা নেই।’

জেলানস্কি বলেন, ‘এই যুদ্ধ হচ্ছে ইউক্রেনে। মস্কোর রাস্তায় কোন লাশ পড়ে নেই। এক্ষেত্রে প্রথমে ইউক্রেন সফর করা যুক্তিযুক্ত হবে।’

উল্লেখ্য, তুরস্ক এ যুদ্ধাবসানে মধ্যস্থতার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা ইস্তাম্বুলে রাশিয়া ও ইউক্রেনের আলোচকদের মধ্যে বৈঠকের এবং আন্তালিয়ায় এ দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে সম্মেলনের আয়োজন করে।

আঙ্কারা বর্তমানে পুতিন ও জেলানস্কির মধ্যে একটি সম্মেলন আয়োজনের চেষ্টা করছে। সমেম্মলনটি ইস্তাম্বুলে হতে পারে বলে ধারণা করা হচ্ছে। খবর-বাসস

আজকের বাজার/আখনূর রহমান