মানিকগঞ্জে চার জুয়েলারিকে ১.৮৫ লাখ টাকা জরিমানা

স্বর্ণের ক্যারেটে প্রতারণার অভিযোগে মানিকগঞ্জ শহরের স্বর্ণকার পট্টিতে অভিযান চালিয়ে চার প্রতিষ্ঠানকে ১ লাখ ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বৃহস্পতিবার সন্ধ্যায় এ অভিযান পরিচালনা করেন।

এ সময় ক্রেতা সেজে পাল জুয়েলার্স, নিউ প্রিয়াংকা জুয়েলার্স, রাজধানী জুয়েলার্স ও আহম্মদ জুয়েলার্স থেকে কেনা ২১ ক্যারেটের সব আংটির মান যাচাই করে ১৯ ক্যারেট পাওয়া যায়।

এ প্রতারণার জন্য নিউ প্রিয়াংকা জুয়েলার্সকে ৭৫ হাজার, পাল জুয়েলার্সকে ৬০ হাজার, রাজধানী জুয়েলার্সকে ২০ হাজার ও আহম্মদ জুয়েলার্সকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানান আসাদুজ্জামান রুমেল।

এছাড়া, বৃহস্পতিবার পুটাইল বাজারে মেয়াদোত্তীর্ণ ও চিকিৎসকের নমুনা ওষুধ বিক্রির অপরাধে আরাফ মেডিকেল হলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।