মানি লন্ডারিং প্রতিরোধে ময়মনসিংহে প্রাইম ব্যাংকের কর্মশালা

মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ করতে সরকারী প্রতিরক্ষা সংস্থাগুলোসহ গোয়েন্দা বাহিনীর নজরদারি বাড়ানোর প্রতি জোর দিতে বলেছেন বাংলাদেশ ব্যাংক ময়মনসিংহ কার্যালয়ের মহাব্যবস্থাপক কাজী আকতারুল ইসলাম। ৫ মার্চ ময়মনসিংহে প্রাইম ব্যাংক আয়োজিত একটি প্রশিক্ষণ কর্মশালায় তিনি এ কথা বলেন।
‘মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালাটি ময়মনসিংহের একটি হোটেলে অনুষ্ঠিত হয়। প্রাইম ব্যাংকের ময়মনসিংহ অঞ্চলের সকল শাখার ম্যানেজার ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ প্রশিক্ষণে অংশ নেন।
কর্মশালায় মূখ্য আলোচক হিসাবে উপস্থিত ছিলেন আকতারুল ইসলাম। কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের এসইভিপি ও প্রধান মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা কাজী মাহমুদ করিম।

এমআর/