মার্চের প্রথম সপ্তাহে ৩৮তম বিসিএসের ফল

মার্চের প্রথম সপ্তাহে ৩৮তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হবে।

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সূত্রে বিষয়টি জানা গেছে।

সূত্র  জানায়, ৩৮ তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশের সকল কার্যক্রম প্রায় চূড়ান্ত হয়েছে। সবকিছু ঠিক থাকলে মার্চ মাসের প্রথম সপ্তাহে তা প্রকাশ করা হবে।

এবিষয়ে পিএসসির চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিককে প্রশ্ন করা হলে তিনি বলেন, ফেব্রুয়ারি মাসের মধ্যে ৩৮ তম বিসিএস প্রিলিমিনারির ফল প্রকাশের কথা ছিল। কিন্তু আনুষ্ঠানিক কিছু প্রক্রিয়ার কারণে এখন তা এক সপ্তাহ পিছিয়েছে। অথাৎ মার্চের প্রথম সপ্তাহে প্রকাশ করা হবে।

৩৮তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নিতে মোট ৩ লাখ ৪৬ হাজার ৫৩২ জন প্রার্থী আবেদন করেন। গত ২৯ জানুয়ারি দেশের প্রায় ৪শ’ কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

আজকের বাজার: আরজেড/আরএম/ ২৭ ফেব্রুয়ারি ২০১৮