মালয়েশিয়ায় নতুন করে করোনা আক্রান্ত ১০ হাজার ৯১৫ জন, মৃত্যু ১০৯

মালয়েশিয়ায় নতুন করে আরো ১০ হাজার ৯১৫ জন করোনায় আক্রান্ত হয়েছে, এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২২ লাখ ৬৮ হাজার ৪০০ জনে। স্বাস্থ্য মন্ত্রনালয় শনিবার এ কথা জানায়।
আক্রান্তদের মধ্যে ৭ জন বিদেশ থেকে সংক্রমিত হয়ে এসেছে, বাকি ১০ হাজার ৯০৮ জন দেশে সংক্রমিত হয়েছে।
নতুন করে ১০৯ জনের মৃত্যু হয়েছে, মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ৫৬৫ জনে।
করোনামুক্ত হওয়ার পর প্রায় ১৫ হাজার ৩৯৬ জন হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে, মোট করোনামুক্ত হয়েছে ২০ লাখ ৮৬ হাজার ১১১ জন।
বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ১ লাখ ৫৫ হাজার ৮২৩ জন, এদের মধ্যে ৮৯০ জন ইনটেনসিভ কেয়ারে এবং ৪৮৫ জনকে শ্বাস-প্রশ্বাসে মেডিকেল সহায়তা দেয়া হচ্ছে।
শনিবার ২ লাখ ১১ হাজার ৫১৭ জনকে ভ্যাকসিন দেয়া হয়েছে, মোট জনসংখ্যার ৭২.৭ শতাংশ এক ডোজ ভ্যাকসিন নিয়েছে, দুই ডোজ নিয়েছে ৬২.৮ শতাংশ।