মিসরে দুই ট্রেনের সংর্ঘষে ১৫ জন নিহত

মিসরের উত্তরাঞ্চলে ট্রেন দুর্ঘটনায় অন্তত ১৫ জন নিহত হয়েছে। এছাড়া আরও ৪০ জন আহত হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। খবর আল জাজিরা।

এক বিবৃতিতে জানানো হয়, বেহেইরা প্রদেশে একটি মালবাহী ও একটি যাত্রীবাহী ট্রেনের মধ্যে সংর্ঘষ হলে এ ঘটনা ঘটে। এই সংর্ঘষে দুইটি ট্রেন একেবারেই দুমড়ে মুচড়ে গেছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা আলা ওথমান জানিয়েছেন, হতাহতদের সবাইকে দুর্ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়েছে। কিভাবে ওই দুর্ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি।

এদিকে প্রধানমন্ত্রী সেরিফ ইসমাইল ঘটনাস্থল পরিদর্শনে পরিবহনমন্ত্রী হেসামকে নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে দুর্ঘটনায় হতাহতদের প্রয়োজনীয় সব ধরনের সেবা প্রদান এবং দুর্ঘটনার কারণ খতিয়ে দেখার নির্দেশ দেয়া হয়েছে।

আজকের বাজার: আরজেড/ ১ মার্চ ২০১৮