মিয়ানমারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যুক্তরাষ্ট্রকে বিশ্ব রোহিঙ্গা সম্প্রদায়ের আহ্বান

গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের জন্য জবাবদিহীতা নিশ্চিত করার পাশাপাশি মিয়ানমারের বিরুদ্ধে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নিতে সোমবার যুক্তরাষ্ট্র সরকারকে আহ্বান জানিয়েছে সারা বিশ্বের রোহিঙ্গাদের সংগঠনগুলো।

সংগঠনগুলোর যৌথ বিবৃতিতে বলা হয়, ‘গণহত্যার জন্য মিয়ানমারের সামরিক কর্মকর্তারা দায়বদ্ধ। আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যুক্তরাষ্ট্র সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।’

বিবৃতিতে আরও বলা হয়, মিয়ানমারে যে ঘটনা ঘটেছিল; যুক্তরাষ্ট্র সরকার তাকে ‘জাতিগত নিধন’ বলে আখ্যায়িত করেছে, যা আংশিকভাবে সঠিক।

বিবৃতি দাতা রোহিঙ্গা সংগঠনগুলোর দাবি, মিয়ানমার গণহত্যার মতো যে অপরাধ করেছে, যুক্তরাষ্ট্রের উচিত তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া।

তারা আরও বলেন, ‘মিয়ানমারের সামরিক বাহিনী এবং কর্তৃপক্ষ রোহিঙ্গা সম্প্রদায়ের বিরুদ্ধে পরিকল্পিতভাবে হত্যা ও নিধনযজ্ঞ চালিয়েছে। যা আমাদেরকে ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড় করিয়ে দিয়েছে।’

তথ্যসূত্র-ইউএনবি

আজকের বাজার/এমএইচ