মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও জ্যেষ্ঠ সাংবাদিক সুমন মাহমুদ মারা গেছেন

স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জ্যেষ্ঠ সাংবা‌দিক সুমন মাহমুদ মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন।

আজ শুক্রবার বিকেল ৪টায় রাজধানীর আসগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।পারিবারিক সূত্রে জানাগেছে তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন গুণগ্রাহী রেখে গেছেন।

সুমন মাহমুদ দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। ২০০৬ সালে তার বাইপাস সার্জারি হয়। তিনি দীর্ঘদিন ভোরের কাগজের বার্তা সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন।
ভোরের কাগজের জ্যেষ্ঠ প্রতিবেদক দেব দুলাল মিত্র সাংবাদিকদের বলেন, ‘সুমন মাহমুদ আমাদের আমাদের সাবেক সহকর্মী ছিলেন। ২০০৫-০৬ সালে হার্টের সমস্যার দরুণ তার বাইপাস সার্জারি হয়। এরপর তিনি অবসরে যান।’‘তার সময়ে তিনি সেরা সাংবাদিকদের একজন ছিলেন। তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি।’

জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এক শোকবার্তায় সাবেক জাসদ নেতা, প্রবীণ সাংবাদিক সুমন মাহমুদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন।

সাংবাদিক সুমন মাহমুদ ভোরের কাগজ, এটিএন বাংলা, এনটিভিসহ দেশের বেশ কয়েকটি প্রথম সারির গণমাধ্যমে কাজ করেছেন।