মুজিব বর্ষে দেবীদ্বারে বৃক্ষরোপণ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ‘মুজিব বর্ষ’ উপলক্ষে কুমিল্লার দেবীদ্বার সাব-রেজিস্ট্রার অফিসে বৃক্ষরোপণ করেছে দৃষ্টান্ত ফাউন্ডেশন নামের একটি সামাজিক সংগঠন। আজ শনিবার বেলা ১১টায় উপজেলার সাব-রেজিস্ট্রার অফিস প্রাঙ্গনে বৃক্ষ রোপণ উদ্বোধন করেন সাব-রেজিস্ট্রার মোঃ রফিকুল ইসলাম ও দৃষ্টান্ত ফাউন্ডেশনের কুমিল্লা প্রতিষ্ঠাতা মোঃ সাইফ উদ্দিন রনী। বিলুপ্ত প্রজাতির ফলসহ শতাধিক ফুলের চারা রোপণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল, সাবেক সভাপতি আক্তারুজ্জামান জামাল, ভেন্ডার সমিতির সাধারন সম্পাদক হিরন মোল্লা, দলিল লেখক আতাউর রহমান, মোসলেহ উদ্দিন মোসলেম, আতিকুর রহমান মহসিনসহ আরও অনেকে।

দৃষ্টান্ত ফাউন্ডেশনের কুমিল্লা প্রতিষ্ঠাতা মোঃ সাইফ উদ্দিন রনী বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ‘মুজিব বর্ষ’ উপলক্ষে দৃষ্টান্ত ফাউন্ডেশনের পক্ষ থেকে বিলুপ্ত প্রজাতির ফলসহ শতাধিক ফুলের চারা দেবীদ্বার সাব-রেজিস্ট্রার অফিসে রোপণ করা হয়েছে। তথ‌্য-বাসস

আজকের বাজার/আখনূর রহমান