মেক্সিকো উপকূলের ঝড়টি ক্যাটাগরি-৩ হারিকেনে পরিণত : আবহাওয়া সংস্থা

মেক্সিকোর প্রশান্তমহাসাগরীয় উপকূলের অরলিন ঘূর্ণিঝড়টি রোববার সকালে ক্যাটাগরি ৩ হারিকেনে পরিণত হয়েছে। আগামী কয়েকদিনে এটি উপকূলে আঘাত হানবে বলে আশঙ্কা করা হচ্ছে। দেশটির আবহাওয়া সংস্থা এ থবর জানিয়েছে।
সংস্থাটি একটি বিবৃতিতে বলেছে, ‘অরলিন সাফির-সিম্পসন স্কেলে ক্যাটাগরি ৩ হারিকেনে পরিণত হয়েছে। হারিকেনের তীব্রতার ভিত্তিতে ১৯৭১ সালে মার্কিন ইঞ্জিনিয়ার হাবার্ট সাফির এবং আবহাওয়াবিদ রবার্ট সিমসন হারিকেনের এই স্কেল নির্ধারণ করেন।
এজেন্সির বিবৃতিতে বলা হয়, হারিকেনের প্রভাবে ভারী বৃষ্টি এবং প্রবল বাতাস প্রবাহিত হতে পারে।