ম্যাকডোনাল্ডের জায়গায় স্থায়ীভাবে ভেট্টোরি

অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডের জায়গায় ইংল্যান্ডের ঘরোয়া ‘দ্য হান্ড্রেড’ ক্রিকেটে বার্মিংহাম ফিনিক্সের প্রধান কোচের দায়িত্ব পেলেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরি।

সদ্যই অস্ট্রেলিয়া ক্রিকেট দলের পূর্নকালীন প্রধান কোচ হয়েছেন ম্যাকডোনাল্ড। তাই ‘দ্য হান্ড্রেড’ ক্রিকেটের পরবর্তী মৌসুম থেকে বার্মিংহাম ফিনিক্সের কোচ হিসেবে দেখা যাবে না ম্যাকডোনাল্ডকে। এতে প্রধান কোচের দায়িত্ব দেয়া হলো ভেট্টোরিকে।

২০২১ সালে ইংল্যান্ডে প্রথমবার অনুষ্ঠিত হয়েছিলো ‘দ্য হান্ড্রেড’ টুর্নামেন্ট। ঐ আসরে বার্মিংহাম ফিনিক্সের প্রধান কোচ ম্যাকডোনাল্ডের সহকারী ছিলেন ভেট্টোরি। সম্প্রতি অস্ট্রেলিয়ার পাকিস্তান সফরে ম্যাকডোনাল্ডের সাথে স্পিন কোচ হিসেবেও কাজ করেছেন ভেট্টোরি।

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে কোচ হিসেবে ইতোমধ্যে সুনাম কুড়িয়েছেন ভেট্টোরি। আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু, সিপিএলে বার্বাডোজ রয়্যাল, বিগ ব্যাশে ব্রিজবেন হিট ও ইংল্যান্ডের টি-টোয়েন্টি ব্লাস্টে মিডলসেক্সকে কোচিং করিয়েছেন তিনি। ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত বাংলাদেশের স্পিন বোলিং কোচও ছিলেন ভেট্টোরি।

বার্মিংহাম ফিনিক্সের প্রধান কোচ হতে পেরে খুশি ভেট্টোরি। তিনি বলেন, ‘গত গ্রীষ্মে বার্মিংহাম ফিনিক্সের কোচ হিসেবে কাজ করে আমার দারুণ ভালো লেগেছে। স্থায়ীভাবে সেই দায়িত্ব নেওয়ার সিদ্ধান্তটি খুবই সহজ ছিলো।’

তিনি আরও বলেন, ‘এবার আমরা আরেক ধাপ এগিয়ে যেতে চাই। এই টুর্নামেন্ট বেশ কঠিন। তবে বেশ কজন ভালো ক্রিকেটারকে আমরা ধরে রেখেছি এবং ড্রাফট থেকেও দারুণ কিছু ক্রিকেটার নিয়েছি। গতবারের চেয়েও এবারের দলকে শক্তিশালী মনে হচ্ছে। আশা করি, আমরা বার্মিংহাম ফিনিক্সের সমর্থকদের বিনোদন দিতে পারবো আমরা।’

প্রথম আসরে ভেট্টোরির অধীনেই ফাইনাল খেলেছিল বার্মিংহাম ফিনিক্স। কারন প্রধান কোচ ম্যাকডোনাল্ড কোভিডের কারণে অস্ট্রেলিয়ায় আটকা পড়ে যাওয়ায় প্রধান কোচের দায়িত্ব পালন করেছিলেন ভেট্টোরি। গত আসরের ফাইনালে সাউদার্ন ব্রেভের কাছে ৩২ রানে হেরে রানার্সআপ হয়েছিল বার্মিংহাম ফিনিক্স। আগামী ৩ আগস্ট থেকে দ্র হাড্রেডের দ্বিতীয় আসর শুরু হবে। খবর-বাসস

আজকের বাজার/আখনূর রহমান