যশোর-৬ আসনের উপনির্বাচনে প্রার্থী হতে চান শাবানার স্বামী ওয়াহিদ

যশোর-৬ কেশবপুর শূন্য আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী শাবানার স্বামী ওয়াহিদ সাদিক। এ বিষয়ে তিনি এলাকায় জনসংযোগও শুরু করেছেন।

প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সম্মতি দিলে তার পক্ষে কাজ করবেন বলে জানিয়েছেন স্থানীয় আওয়ামী লীগ নেতারা। মঙ্গলবার শাবানার শ্বশুরবাড়ি কেশবপুর উপজেলার বড়েঙ্গা গ্রামে এক সভায় নেতারা এ কথা জানান। সভায় শাবানা তার স্বামীর প্রার্থিতার জন্য সবার মতামত প্রত্যাশা করেন। এ সময় উপস্থিত সবাই হাত তুলে ওয়াহিদ সাদিককে প্রার্থী হওয়ার পক্ষে সমর্থন দেন।

শাবানা বলেন,‘আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে বিভিন্ন সময় প্রার্থী হওয়ার ব্যাপারে বলেছেন। কিন্তু আমি সন্তানদের সময় দিতে চাই। এছাড়া কেশবপুর আমার শ্বশুরবাড়ি। এখান থেকে প্রার্থী হলে আমার স্বামীই হবেন। আমি তার জন্য আপনাদের সমর্থন প্রার্থনা করছি।’ ওয়াহিদ সাদিক বলেন,‘কেশবপুর আমার জন্মস্থান। ফলে জন্মস্থানের উন্নয়নে সবসময় কাজ করার তাগিদ বোধ করি। যে কারণে এ অঞ্চলের জনপ্রতিনিধি হতে আপনাদের সমর্থন কামনা করছি।’ সূত্র-ইউএনবি

আজকের বাজার/আখনূর রহমান