যুক্তরাষ্ট্রে ওয়াল-মার্টে বন্দুক হামলায় ২ জন নিহত

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ওয়াল- মার্টের একটি বিতরণ কেন্দ্রে বন্দুক হামলায় কমপক্ষে দু’জন নিহত এবং চারজন আহত হয়েছে। শনিবার মার্কিন সংবাদমাধ্যমের খবরে একথা বলা হয়। খবর এএফপি’র।
স্থানীয় সংবাদপত্র দ্য রেকর্ড সার্চলাইট এক প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানায়, ওই ব্যক্তি রেড ব্লুফ নগরীতে ওয়াল-মার্টের বিতরণ কেন্দ্রে আধা-স্বয়ংক্রিয় বন্দুকের গুলির মতো শব্দ শুনেছেন।
দ্য সার্চলাইট এবং সিএনএনসহ অন্য সংবাদমাধ্যম হাসপাতাল সূত্রের বরাত দিয়ে নিহতের এ সংখ্যার কথা জানায়।
সিএনএন’র খবরে বলা হয়, স্থানীয় সময় বিকেল ৩ টার দিকে ওই কেন্দ্রে দ্রুত গতিতে একটি গাড়ি ঢুকে পড়ার পর সেখানে এ বন্দুক হামলার ঘটনা ঘটে।
ওয়াল-মার্টের মুখপাত্র সিএনএন’কে বলেন, তারা সেখানের পরিস্থিতি জেনেছেন এবং ঘটনাটি তদন্তে তারা আইন-শৃংখলারক্ষাকারী বাহিনীর সদস্যদের সাথে কাজ করছেন। তবে এ ব্যাপারে তিনি বিস্তারিত কিছু বলতে অস্বীকৃতি জানান।