যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা ১ কোটি ৯০ লাখ ছাড়িয়েছে

যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্তের মোট সংখ্যা রোববার এক কোটি ৯০ লাখ ছাড়িয়েছে।
জন্স হপকিন্স ইউনিভার্সিটির সেন্টার ফর সিস্টেমস সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসএসই) এ তথ্য জানিয়েছে।
সূত্র জানায়, দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা এক কোটি ৯০ লাখ ৫৭২ জনে দাঁড়িয়েছে। মারা গেছে মোট তিন লাখ ৩২ হাজার ১৪৫ জন।
মার্কিন অঙ্গরাজ্যগুলোর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা ক্যালিফের্নিয়ায়। এ রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ২১ লাখ ২৩ হাজার ১৬৩ জন। এর পরেই টেক্সাসে আক্রান্ত হয়েছে ১৬ লাখ ৬৮ হাজার ২৬৩ জন।
এছাড়া ওহিয়ো, জর্জিয়া, পেনসিলভানিয়া, টিনেসি, মিশিগান, নর্থ ক্যারোলিনা ও উইসকনসিনে পাঁচ লাখেরও বেশি করে লোক করোনায় আক্রান্ত হয়েছে।
বিশে^ এখনও পর্যন্ত করোনা ভাইরাসে যুক্তরাষ্ট্রেই সবচেয়ে বেশি লোক আক্রান্ত ও মারা গেছে।
বতর্মান ধারার আলোকে ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের ইনষ্টিটিউট ফর হেলফ মেট্রিক্স এন্ড ইভ্যুলিউশন বলছে, ২০২১ সালের ১ এপ্রিল পর্যন্ত দেশটিতে মোট মৃতের সংখ্যা ৫ লাখ ৬৭ হাজার ১৯৫ জনে দাঁড়াতে পারে।